Visitor count: 27413

ফুলকপির ছিদ্রকারী পোকা

Posted by BTM   On 10-27-19

ছিদ্রকারী পোকা (হেল্লুলা আন্ডুলা)
চেনার উপায়
শুঁয়োপোকা : সাদাটে বাদামী রঙের এবং ১০-১৫ মিমি লম্বা হয়।
পূর্ণাঙ্গ : ফ্যাকাশে হলদে বাদামী রঙের, তরঙ্গায়িত দাগযুক্ত।

ক্ষতির লক্ষণ
শুঁয়োপোকা পাতার বোটা বা মাঝের শিরা গর্ত করে ভিতরে ঢোকে, ফলে ফসল তৈরী হতে পারে না। 
আক্রান্ত গাছ ঝিমিয়ে পড়ে, বেঁটে হয় ও মারা যায়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
আগাম বীজ বপন করা যেতে পারে।
জমি থেকে শুঁয়োপোকা তুলে নিয়ে মেরে ফেললে পোকার উপদ্রব কম হয়।

যান্ত্রিক
আলোক ফাঁদ দিতে হবে @ ১-২ টি / একর।
পূর্ণাঙ্গ মথ ধরার জন্য একর পিছু  ৪-৫ টি ফেরোমন ফাঁদ লাগানো যেতে পারে।

জৈবিক
শুরুর দিকে বি টি যুক্ত কীটনাশক @ ২ গ্রাম /লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে।

রাসায়নিক
ক্লোরপাইরিফস ২০% ই. সি. @ ২.৫ মিলি /লিটার বা
ম্যালাথিয়ন ৫০ % ই.সি. @ ২ মিলি /লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়।
কারটাপ হাইড্রোক্লোরাইড ৪ % জি @ ১০ কেজি /একর জমিতে প্রয়োগ করা যেতে পারে।

Related Posts: