Visitor count: 28293

ফুলকপির ডায়মণ্ড ব্যাক মথ

Posted by BTM   On 10-27-19

চেনার উপায়
শুককীট -  ছোট, সরু, ফ্যাকাশে সবুজ রঙের।
পূর্ণাঙ্গ – রুপালী রং মেশানো বাদামী, পিঠে বরফির মত থাকে।


ক্ষতির লক্ষণ
শুককীট ডিম থেকে বের হয়ে পাতায় গোল ফুটো করে খায়।
আক্রমণ বেশী হলে এরা শিরা উপশিরা বাদে সমস্ত সবুজ অংশ খেয়ে নেয়।


প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
এই পোকার হাত থেকে রক্ষা পেতে সরষে ফাঁদ ফসল হিসেবে ফূলকপি : সরষে @ ১২: ১ অনুপাতে চাষ করা যেতে পারে।
ফসল তোলার পর অবশিষ্টাংশ তুলে নষ্ট করে ফেলা জরুরী।


যান্ত্রিক
আলোক ফাঁদ @  ১-২টি /একর  ব্যবহার করে পূর্ণাঙ্গ মথগুলিকে আকৃষ্ট করে মেরে ফেলা দরকার।
পোকার উপদ্রব কমাতে ফেরোমন ফাঁদ @ ৪-৬ টি /একর বসানো যেতে পারে।


জৈবিক
নিমবীজ গুঁড়ো @ ৫ গ্রাম/লিটার বা
বিউভেরিয়া ব্যাসিয়ানা @ ২ মিলি/লিটার জলে গুলে স্প্রে করলে সন্তোষজনক ফলাফল পাওয়া যেতে পারে।
কটেসিয়া প্লুটেল্লে @ ২৫০০ টি /একর ফুলকপি লাগানোর ২০ দিন পর জমিতে ছাড়া যেতে পারে।


রাসায়নিক
স্পিনোস্যাড ৪৫% এস. সি @ ১ মিলি /৪ লিটার বা
বুপ্রোফেজিন ২৫ % এস. সি @ ১​.৫ মিলি /লিটার বা
থায়োমেথক্সাম ২৫ % ডবলু .জি @ ১ গ্রাম /৫ লিটার বা
ইন্ডোক্সাকার্ব ১৪.৫ এস. সি @ ১ মিলি /লিটার বা
ক্লোরপাইরিফস ২০% ই. সি.  @ ২.৫ মিলি /লিটার বা
লুফেনইউরন ৪৮% ই সি @ ১.৫ মিলি/লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়।

Related Posts: