Visitor count: 27379

ধানের পাতামোড়া পোকা

Posted by BTM   On 11-10-19

ধানের পাতামোড়া পোকা (নেফালোক্রোসিস মেডিনালিস)

চেনার উপায়
শুককীট : লম্বাটে, সবুজ রঙের, গায়ে ছোট ছোট রোম থাকে।
পূর্ণাঙ্গ : কমলা-বাদামি বর্ণের এবং সামনের ডানায় তিনটে গাঢ় ঢেউ খেলানো দাগ দেখতে পাওয়া যায়। বিশ্রামকালে ডানাগুলি ত্রিভুজাকার।

ক্ষতির লক্ষণ
শুককীট মুখের লালা দিয়ে পাতার দুই ধার জুড়ে ফেলে এবং মোড়ানো পাতার মধ্যে থেকে ভিতরের সবুজ অংশ খেয়ে ফেলে।
আক্রান্ত পাতার ডগা সাদাটে হয়ে যায়।
আক্রমণ বেশী হলে পাতার উপরের অংশ খড়ের মতো দেখায়।
শ্রাবণ – ভাদ্র মাসে পাশকাঠি ছাড়ার সময় এদের আক্রমন বেশী হয়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
পরিস্কার পরিছন্ন চাষ করা জরুরী।
জমি ও জমির চারপাশের আগাছা তুলে পুড়িয়ে ফেলা দরকার।

যান্ত্রিক
একর প্রতি ১-২ টি আলোক ফাঁদ ব্যাবহার করে পূর্ণাঙ্গ পোকাকে আকৃষ্ট করে মেরে ফেলা উচিত।

জৈবিক
চারা বপন করার এক মাস পর থেকে ট্রাইকোগ্রামা জ্যাপনিকাম এবং ট্রাইকোগ্রামা চিলোনিস  @ ৪০০০০/একর ৭ দিন অন্তর ক্ষেতে ছাড়তে হবে।

রাসায়নিক
কুইনালফস ২৫ % ই. সি. @ ২ মিলি /লিটার বা
ক্লোরপাইরিফস ২০% ই. সি. @ ২.৫ মিলি /লিটার বা
ডাইক্লোরভস ৭৬ % ই. সি. @ ০.৭৫ মি লি /লিটার বা
ফিপ্রোনিল ৫ % এস. সি @ ১ মিলি /লিটার বা
ট্রায়জোফস ৪০ % ই. সি. @ ১ মিলি /লিটার বা
কারটাপ হাইড্রোক্লোরাইড ৫০ % এস. পি @ ১ মিলি /লিটার বা
বাইফেনথ্রিন ১০ % ই. সি @ ১ মিলি /লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে।

Related Posts: