Visitor count: 27395

ধানের ভেঁপু পোকা বা নলি মাছি

Posted by BTM   On 11-10-19

ভেঁপু পোকা  (ওরসিলিও ওরাইজি )

চেনার উপায়
পূর্ণাঙ্গ : মশার মতো দেখতে হয়। পূর্ণাঙ্গ পুরুষ হলদেটে বাদামী রঙের, পা লোমে ঢাকা থাকে। স্ত্রী পোকা সামান্য লম্বাটে, উজ্জ্বল লালচে বাদামী রঙের।

ক্ষতির লক্ষণ
মাছি জাতীয় এই পোকা পাতা ও পাতার সংযোগস্থলে ডিম পাড়ে।
ডিম ফুটে ম্যাগট বা কীড়া পাতার  খোলার মধ্যে দিয়ে কান্ডের ভিতরে অগ্রমুকুলের কাছে পৌছায়।
এরা অগ্রমুকুলকে আক্রমন করে এবং কান্ডের ভিতরে বাস করে রস চুষে খায়।
আক্রান্ত পাতা পেঁয়াজের পাতার মত গোল হয়ে যায়।
সাধারণত আক্রান্ত পাশ্কাঠিতে শীষ বের হয় না।
কখনো কখনও বীজতলা থেকেই এর আক্রমন দেখা যেতে পারে।
দেশী ও নাবি আমনে এই পোকার আক্রমন বেশি হয়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
প্রতিরোধক জাত হিসাবে আই. আর-৩৬, ললাট, বিক্রম, শক্তি, মাসুরি ইত্যাদি চাষ করা যেতে পারে।
আক্রমন প্রবন এলাকায় এমন সময়ে ধান রোপণ করতে হবে যাতে ভাদ্র মাসের আগেই ধান গাছের পাশকাঠি  ছাড়া শেষ হয়ে যায়।
আল বা জমি থেকে আগাছা সংগ্রহ করে পুড়িয়ে ফেলা দরকার।

রাসায়নিক
ধান রোপনের পূর্বে মাটিতে ফোরেট ১০% জি. @ ৪ কেজি /একর বা কারটাপ হাইড্রোক্লোরাইড ৪ % জি  @ ১০ কেজি /একর প্রয়োগ করতে হবে।
অ্যাসিফেট ৭৫% এস. পি. @ ০.৭৫ গ্রাম /লিটার বা
ট্রায়জোফস  ৪০ % ই. সি. @ ১ মিলি /লিটার বা
ক্লোরপাইরিফস  ২০% ই. সি. @ ২.৫ মিলি /লিটার বা
কারটাপ হাইড্রোক্লোরাইড ৫০ % এস. পি  @ ১ মিলি /লিটার বা
থায়ামেথাক্সম ২০ % ডবলু.জি @ ১ গ্রাম/৩ লিটার বা
ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন  ৫ % ই. সি. @ ১ মিলি/২ লিটার  জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়

Related Posts: