Visitor count: 27396

ধানের বাদামী শোষক পোকা

Posted by BTM   On 11-10-19

ধানের বাদামী শোষক পোকা (নিলাপারভাটা লুগেন্স)

চেনার উপায়
পূর্ণাঙ্গ ও অপুর্নাঙ্গ (নিম্ফ) পোকা বাদামী বর্ণের।
এর খাজ যুক্ত মাথায় তিনটি বাদামী চোখ থাকে।
পূর্ণাঙ্গ পোকার ছোটো ও বড় দুই ধরনের ডানা থাকে।
যাদের বড় ডানা থাকে তারা উড়তে পারে কিন্তু যাদের ছোটো ডানা হয় তারা উড়তে পারে না।
ফুল আসার আগে ছোটো ডানাযুক্ত পোকার আধিক্য থাকে।
ফসল যেমন বাড়তে থাকে বড় ডানাযুক্ত পোকার সংখ্যাও বাড়তে থাকে এবং অন্য জমিতে উড়ে গিয়ে নতুন ভাবে ফসল আক্রমন করে।

ক্ষতির লক্ষণ
বাদামী পোকা গাছের গোড়ায় দলবদ্ধভাবে বাস করে এবং গাছের কান্ড থেকে রস চুষে খেয়ে নেয়।
শীষ বের হওয়ার পর গাছ মাটি থেকে কম রস নিতে থাকে।
এজন্য আক্রান্ত গাছ ঝলসে যায় এবং দূর থেকে দেখে মনে হয় গাছ চাক চাক হয়ে পুড়ে গেছে।
গাছের গোড়ায় কম আলো বাতাসের প্রবেশের ফলে এদের আক্রমন বেশী হয়।
এ ছাড়াও সাদা পিঠ শোষক পোকা ও জিগজ্যাগ শোষক পোকা একই ভাবে ধান গাছের ক্ষতি করে।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার না করার সুপারিশ করা যেতে পারে।
উপদ্রুত এলাকায় ধান রোয়ার সময় প্রতি ১০ টি সারির পর ১ টি করে সারি ছেড়ে দিতে হবে যাতে গাছের গোড়া পর্যন্ত ঠিকমতো আলো-বাতাস পৌঁছাতে পারে।

যান্ত্রিক
রাতের দিকে আলোক ফাঁদ বা দিনের বেলায় হলুদ আঠালো ফাঁদ বসাতে হবে।
কীটনাশক প্রয়োগের আগে জমির জল বের করে দিতে হবে এবং গাছের গোড়ার দিকে স্প্রে করতে হবে।

জৈবিক
মাকড়সা, লেডীবিটল, লম্বাশুঁড় ঘাষফড়িং, উরছুঙ্গা, মিরিডবাগ, ওয়াটারবাগ ইতাদি বন্ধুপোকার সংরক্ষণের ব্যবস্থা করতে  হবে।
অ্যাজাডাইরেকটিন ১০০০০ পি পি এম @ ৩ মিলি/ লিটার জলে গুলে স্প্রে করলে পোকার নিয়ন্ত্রণ সহজ হয়।

রাসায়নিক
ক্লোরপাইরিফস ১.৫% ডি পি  বা
কুইনালফস ১.৫ % ডি পি বা
কার্বারিল ৫ % ডি পি @ ১০ কেজি /একর প্রয়োগ করার সুপারিশ করা হয়।
ডাইক্লোরভস ৭৬ % ই. সি. @ ০.৭৫ মিলি /লিটার বা
ক্লোরপাইরিফস ২০ % ই সি @ ২.৫ মিলি /লিটার বা
ফেনুবুকার্ব ৫০ % ই সি @ ১.৫ মিলি /লিটার বা
ইমিডাক্লোপ্রিড ১৭.৮ % এস. এল @ ১ মিলি/৫ লিটার বা
অ্যাসিফেট ২৫ % + ফেনভেলারেট ৩ % ই সি @ ১ মিলি /লিটার বা
এথিপ্রোল ৪০ % + ইমিডাক্লোপ্রিড ৪০ % @ ১ গ্রাম ৩ লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে।

Related Posts: