Visitor count: 27372

ধানের গন্ধি পোকা

Posted by BTM   On 11-10-19

ধানের গন্ধি পোকা (লেপ্টোকরাইজা অ্যাকুটা)

চেনার উপায়
শুককীট : সবুজ রঙের হয়।
পূর্ণাঙ্গ : ধূসর রঙের এবং কিছুটা সরু, পা ও শুঁড় খুব লম্বা।
এদের গা থেকে নির্গত বিশ্রী গন্ধের জন্য জমিতে এদের উপস্থিতি বোঝা যায়।
অনেকে একে ভামা পোকা বলেও চেনে।

ক্ষতির লক্ষণ
পূর্ণাঙ্গ পোকা শুঁড় দিয়ে ধানের দুধ চুষে খেয়ে থাকে।
আক্রান্ত ধানে কালো দাগ দেখা যায় এবং শীষের দানা চিটে হয়ে যায়।
জলদি জাতের ধানে এই পোকার আক্রমন বেশি দেখা যায়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
পরিস্কার পরিছন্ন চাষ করা জরুরী।

যান্ত্রিক
একর প্রতি ১-২ টি আলোক ফাঁদ ব্যাবহার করে পূর্ণাঙ্গ পোকাকে আকৃষ্ট করে মেরে ফেলা যায়।
শামুকে বা ঝিনুকের মাংসের সাথে ম্যালাথিয়ন বা কার্বারিল মিশিয়ে টোপ বানিয়ে কাপড়ে ছোটো ছোটো পুঁটলি করে লাঠিতে ঝুলিয়ে রেখে দিলে এরা রস চুষে খেয়ে মারা যায়।

রাসায়নিক
ক্লোরপাইরিফস  ১.৫ % ডি পি  বা
কার্বারিল ৫% ডি  পি  @ ১০ কেজি /একর জমিতে সন্ধ্যার দিকে প্রয়োগ করলে সুফল পাওয়া যায়।

Related Posts: