চেনার উপায়
অপূর্ণাঙ্গ : সবজে সাদা রঙের ও খুব ক্ষুদ্র পোকা।
পূর্ণাঙ্গ : ছোট আকারের , বাদামী রঙের, দৃশ্যমান ডানা এবং পোকা ২.৫ - ৩ মিলিমিটার লম্বা হয়ে থাকে।
ক্ষতির লক্ষণ
অপূর্ণাঙ্গ ও পূর্ণাঙ্গ উভয়ই নরম কচি পাতা ও কাণ্ডের থেকে রস চুষে খেয়ে থাকে।
পাতা কুঁকড়িয়ে যায় ও ফসল বাজারজাত করা সম্ভব হয় না।
প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
জলদি জাতের চাষ করা দরকার।
যান্ত্রিক
হলুদ আঁঠালো ফাঁদ একর প্রতি ৫ টি প্রয়োগ করা যেতে পারে।
রাসায়নিক
ইমিডাক্লোপ্রিড ১৭.৮ % এস. এল @ ১ মিলি/ ৫ লিটার বা
ম্যালাথিয়ন ৫০% ই সি @ ২ মিলি / লিটার বা
স্পিনোস্যাড ৪৫% এস. সি @ ১ মিলি /৪ লিটার বা
বুপ্রোফেজিন ২৫ % এস. সি @ ১.৫ মিলি /লিটার বা
থায়োমেথক্সাম ২৫ % ডবলু .জি @ ১ গ্রাম /৫ লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা যেতে পারে।