Visitor count: 28283

ফুলকপির রোমযুক্ত শুঁয়োপোকা

Posted by BTM   On 10-27-19

রোমযুক্ত শুঁয়োপোকা (পিরিস ব্রাসিকি)

চেনার উপায়
শুককীট : ৫ সেমি লম্বা।
পূর্ণাঙ্গ : গোলাপী বাদামী রঙের, মাঝারী আকারের ও ডানায় কালো বিন্দু দেখা যায়।

ক্ষতির লক্ষণ
এরা বহু গাছে আক্রমণ করে।
শুককীট পাতার ত্বক খেয়ে ধীরে ধীরে পুরো গাছ পাতাবিহীন করে দেয়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
গ্রীষ্মে গভীর ভাবে চাষ দেওয়া দরকার।
পোকার ডিম ও শুককীট সংগ্রহ করে নষ্ট করে ফেলা উচিত।
সঠিক দূরত্ত্বে বপন করা জরুরী।
বর্ষার আগে বপন করা অনুচিত।

রাসায়নিক
ট্রায়জোফস  ৪০ % ই. সি. @ ১ মিলি /লিটার বা
ক্লোরপাইরিফস  ২০% ই. সি.  @ ২.৫ মিলি /লিটার বা
কুইনালফস ২৫% ই সি @ ২ মিলি / লিটার বা
ফেনভেলারেট ২০ % ই. সি. @ ০.৫ মিলি /লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা যেতে পারে।

Related Posts: