চেনার উপায়
শুককীট : সবজে বা বাদামী রঙের হয়ে থাকে।
পূর্ণাঙ্গ : হালকা বাদামী রঙের ও মুখের সূঁচালো অংশ হলদে রঙের।
ক্ষতির লক্ষণ
কপির মধ্যে ছোট ছোট খাওয়া গর্ত দেখা যায়।
পূর্ণাঙ্গ পোকা কপির মাথায় ডিম্ পাড়ে ও নতুন শুককীট ছিদ্র করে মাথা ঢুকিয়ে খেতে থাকে ও শরীরের বাকি অংশ বাইরে থাকে।
শুককীটের নির্গত পরিত্যক্ত পাতা ও কপির ওপরে দেখা যায়।
প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
গভীর ভাবে চাষ দিয়ে পোকার পুত্তলী নষ্ট করতে হবে ও ফসলের অবশিষ্ট্যাংশ তুলে ফেলতে হবে।
সহনশীল ও জলদি জাতের চাষ করা জরুরী।
জমির চারিধারে বরবটি ও ভুট্টার চাষ করলে এই পোকার উপদ্রব কমানো যেতে পারে।
যান্ত্রিক
ফেরোমোন ফাঁদ একর প্রতি ৪-৫ টি ব্যবহার করলে সুফল পাওয়া যায়।
জৈবিক
ডিম পরজীবী যেমন ট্রাইকোগ্রামা চিলোনিস বা ট্রাইকোগ্রামা আর্কিয়া একর প্রতি @ ২.৫ সি সি ছাড়া যেতে পারে।
এছাড়াও এইচ এ এন পি ভি ১০০ এল ই (এ এস ) @ ১০০ এল ই / একর প্রয়োগ করা যেতে পারে।
রাসায়নিক
ইন্ডোক্সাকার্ব ১৪.৫% এস সি @ ১ মিলি / লিটার বা
নোভালিউরন ১০% ই . সি @ ১মিলি/লিটার বা
ক্লোরপাইরিফস ২০% ই. সি. @ ২.৫ মিলি /লিটার বা
অ্যাসিফেট ৭৫% এস. পি. @ ০.৭৫ গ্রাম /লিটার বা
ট্রায়জোফস ৪০ % ই. সি. @ ১ মিলি /লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা যেতে পারে।