খেসারীর পাতা ধসা (রাইজেকটিনা সলনি)
ক্ষতির লক্ষণ
বিভিন্ন আকারের অসংখ্য বাদামী দাগ পাতায় দেখা যায়।
আক্রান্ত গাছের গোড়া ও কান্ড পচে যায় এবং গাছ শুকিয়ে মরে যায়।
প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
শস্য পর্যায় অবলম্বন করতে হবে।
ফসল তোলার পরে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে।
জৈবিক
ট্রাইকোডার্মা ভিরিডি @ ৫ গ্রাম /কেজি বীজ বা সিউডোমোনাস ফ্লুওরেসেন্স @ ১০ গ্রাম /কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করা যেতে পারে।
রাসায়নিক
মাইক্লোবুটানিল ১০ % ডবলু. পি @ ১ গ্রাম /২ লিটার বা
কপার হাইড্রক্সাইড ৭৭ % ডবলু. পি @ ২ গ্রাম/লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়।