Visitor count: 27446

খেসারীর জাবপোকা

Posted by BTM   On 10-28-19

জাবপোকা (অ্যাফিস ক্রাকিভোরা)

চেনার উপায়
পূর্নাঙ্গ পোকা ১.৫-৩ মিমি, অগ্রভাগ সরু এবং পশ্চাৎভাগ গোলাকার লালচে বাদামী থেকে
কালো রঙের এবং পশ্চাৎ দিকে একটি ছোট ল্যাজের মতো ছুঁচালো অংশ আছে।

ক্ষতির লক্ষণ
কচি পাতা ও কান্ডের রস শোষণ করার ফলে পাতাগুলি কুঁকড়ে যায় এবং শুকিয়ে যায়। শুঁটি ঠিক মত গঠন হয় না। 
জাব পোকা আক্রান্ত শীষে কালো ভূষা ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রতিকার ব্যবস্থা
পরিচর্যা
আলো এবং বায়ু চলাচল ভালো ভাবে বজায় রাখতে হলে নির্দিষ্ট দূরত্বে খেসারী বপন করতে হবে।

যান্ত্রিক
জমিতে হলুদ আঠালো ফাঁদ বসাতে হবে।
জাব পোকার কলোনি সংগ্রহ করে নষ্ট করতে হবে।

জৈবিক
সাধারণত, জমিতে উপস্থিত বন্ধু পোকা যথা ক্রাইসোপারলা কারনিয়া ও কক্সিনেল্লিড বিটিল জাব পোকার নিয়ন্ত্রণ করতে পারে।
তাই এদের সংরক্ষণের ব্যাবস্থা করতে হবে।

রাসায়নিক
ডাইমিথোয়েট ৩০ % ই. সি. @ ২ মিলি /লিটার বা
অক্সিডিমেটন- মিথাইল ২৫ % ই. সি @ ২ মিলি /লিটার বা
অ্যাসিটামিপ্রিড ২০ % এস. পি @ ১ গ্রাম /৫ লিটার বা
থায়ামেথাক্সম ২৫ % ডবলু. জি @ ১ গ্রাম/৩ লিটার বা
ইমিডাক্লোপ্রিড ১৭.৮ % এস.এল @ ১ মিলি /৭.৫ লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়। 

Related Posts: