পামরি পোকা (ডিক্লাডিস্পা আর্মিজেরা)
চেনার উপায়
পূর্ণাঙ্গ পোকা কালো রঙের।
এদের গায়ে অসংখ্য ছোটো ছোটো কাঁটা থাকে।
ক্ষতির লক্ষণ
অপুর্নাঙ্গ পোকা বা গ্রাব পাতার দুই ত্বকের মাঝে ঢুকে গিয়ে সবুজ অংশ খেতে খেতে এগোয়।
পূর্ণাঙ্গ পোকাও পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতিগ্রস্থ করে।
ক্ষতিগ্রস্থ পাতার ওপর লম্বালম্বি সমান্তরাল সাদা দাগ দেখতে পাওয়া যায়।
পাতা জালের মত আকার ধারণ করে এবং শুকিয়ে মারা যায়।
এই পোকাকে লক্ষীপোকা বা শাকিপোকা বলা হয়।
প্রতিকার ব্যবস্থা
যান্ত্রিক
জমিতে জল থাকা অবস্থায় কেরোসিনে ভেজানো দড়ি ধান গাছের ওপর দিয়ে টেনে নিয়ে গেলে পোকা জলে পড়ে মারা যায়।
আক্রান্ত পাতার ডগা ছেটে ডিম, অপুর্নাঙ্গ ও পূর্নাঙ্গ পোকা নষ্ট করে ফেলতে হবে।
রাসায়নিক
ক্লোরপাইরিফস ২০ % ই সি @ ২.৫ মিলি /লিটার বা
কার্বারিল ৫০ % ডবলু পি @ ২.৫ গ্রাম /লিটার বা
অ্যাসিফেট ৭৫ % ডবলু পি @ ০.৭৫ গ্রাম/লিটার বা
ট্রায়জোফস ৪০ % ই. সি. @ ১ মিলি /লিটার বা
ফিপ্রোনিল ৫ % এস. সি @ ১ মিলি /লিটার বা
কুইনালফস ২৫ % ই. সি. @ ২ মিলি /লিটার জলে গুলে স্প্রে করার সুপারিশ করা হয়।